Update
#

About Institute

“AFRA ACADEMY” স্কুল ও মাদ্রাসার সমন্বিত শিক্ষাব্যবস্থার একটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। যেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও প্রদান করা হয়। ২০১২ সাল থেকে ”আফরা ফাউন্ডেশন” এর উদ্যোগে আমাদের শিশু শিক্ষা পথচলা। দীর্ঘ গবেষণার পর সমন্বিত সিলেবাস প্রণয়নের মাধ্যমে “আফরা একাডেমি” প্রতিষ্ঠা। দীর্ঘ এক যুগের নিরলস প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমে আমরা শিশু শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি ”শিক্ষা গবেষণা বিভাগ” গঠন করতে পেরেছি। ”গবেষণা বিভাগ” এর তত্ত্বাবধানে আমরা শিশুদের বয়সের সাথে সমন্বয় করে সিলেবাস প্রণয়ন করেছি। এবং সিলেবাসের প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকগুলো নিজেরা রচনা করেছি। আমরা চেষ্টা করেছি. শিক্ষার্থীর স্কুল ব্যাগের ওজন যেন কোনভাবেই তার বহন ক্ষমতার বাহিরে না যায়। আমরা প্রতিযোগিতামূলক, লোক দেখানো বা প্রয়োজন অতিরিক্ত কোন বই নির্বাচন করিনি। নির্ধারিত বয়সের একটি শিশু যতোটুকু নিতে পারবে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততার দিকে খেয়াল রেখেছি। প্রাথমিক স্তরের ৫/৬টি বছর তথা শিশুশ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত যদি একটি শিশু আমাদের এই সিলেবাসে পড়া-লেখা করে তাহলে সে যেমনই ভাবে সাধারণ শিক্ষায় ৫ম শ্রেণি উত্তীর্ণ হবে তেমনি সে ইসলামী শিক্ষায়ও ৫ম শ্রেণী উত্তীর্ণ হবে। একই সময়ে পবিত্র কুরআনুল কারীম হিফজ করতে পারবে ইনশাআল্লাহ। স্কুল এর সাথে মাদ্রাসা শিক্ষাকে আমরা এত সুন্দরভাবে সমন্বয় করেছি যে, আমাদের এ সিলেবাস থেকে পাস করে উচ্চতর শিক্ষার জন্য মাদরাসা বা স্কুল যে কোনোটাই বেছে নেওয়া যেকোন শিক্ষার্থীর জন্য খুবই সহজ হবে। ৪ বছর বয়স হলেই ভর্তি নিয়ে থাকি। শিশু বিভাগের প্রতি শ্রেণীতে ২জন করে টিচার। আরবি এবং জেনারেল বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়। প্রাইভেট টিউশনের কোন প্রয়োজন হয় না। প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক ডেকোরেশন করা। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ। আমরা আশা করবো অন্তত একবার হলেও আমাদের ক্যাম্পাস ঘুরে দেখে সন্তানের ভবিষ্যতের সিদ্ধান্ত নিবেন।

Organization statistics

150

Total Students

15

Total Teacher

1

Office Staff

8

Classroom

0

Buildings

Our Mission

দীর্ঘ এক যুগের নিরলস প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমে আমরা শিশু শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটি ”শিক্ষা গবেষণা বিভাগ” গঠন করতে পেরেছি। ”গবেষণা বিভাগ” এর তত্ত্বাবধানে আমরা শিশুদের বয়সের সাথে সমন্বয় করে সিলেবাস প্রণয়ন করেছি। এবং সিলেবাসের প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকগুলো নিজেরা রচনা করেছি। আমরা চেষ্টা করেছি. শিক্ষার্থীর স্কুল ব্যাগের ওজন যেন কোনভাবেই তার বহন ক্ষমতার বাহিরে না যায়। আমরা প্রতিযোগিতামূলক, লোক দেখানো বা প্রয়োজন অতিরিক্ত কোন বই নির্বাচন করিনি। নির্ধারিত বয়সের একটি শিশু যতোটুকু নিতে পারবে ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততার দিকে খেয়াল রেখেছি। প্রাথমিক স্তরের ৫/৬টি বছর তথা শিশুশ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত যদি একটি শিশু আমাদের এই সিলেবাসে পড়া-লেখা করে তাহলে সে যেমনই ভাবে সাধারণ শিক্ষায় ৫ম শ্রেণি উত্তীর্ণ হবে তেমনি সে ইসলামী শিক্ষায়ও ৫ম শ্রেণী উত্তীর্ণ হবে। একই সময়ে পবিত্র কুরআনুল কারীম হিফজ করতে পারবে ইনশাআল্লাহ।
#

Our Vission

স্কুল এর সাথে মাদ্রাসা শিক্ষাকে আমরা এত সুন্দরভাবে সমন্বয় করেছি যে, আমাদের এ সিলেবাস থেকে পাস করে উচ্চতর শিক্ষার জন্য মাদরাসা বা স্কুল যে কোনোটাই বেছে নেওয়া যেকোন শিক্ষার্থীর জন্য খুবই সহজ হবে। ৪ বছর বয়স হলেই ভর্তি নিয়ে থাকি। শিশু বিভাগের প্রতি শ্রেণীতে ২জন করে টিচার। আরবি এবং জেনারেল বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা হয়। প্রাইভেট টিউশনের কোন প্রয়োজন হয় না। প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক ডেকোরেশন করা। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ। আমরা আশা করবো অন্তত একবার হলেও আমাদের ক্যাম্পাস ঘুরে দেখে সন্তানের ভবিষ্যতের সিদ্ধান্ত নিবেন।
#

News/Blogs

#
  • Post by:Admin
  • Date:04/10/2025

বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবেন?আজকাল মোবাইল বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু ছোট পদক্ষেপেই আপনি এই সমস্যা কমিয়ে আনতে পারেনঃ

See More
#
  • Post by:Admin
  • Date:04/09/2025

একজন যোগ্য শিক্ষক, কখনোই তার শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্যপুস্তকের পাতায় সীমাবদ্ধ রাখেন না।

See More
#
  • Post by:Admin
  • Date:03/26/2025

ঈদের আনন্দ হাতে হাতে....

See More

Frequently Asked (FAQ)

"আফরা একাডেমি" স্কুল-মাদরাসার সমন্বিত শিক্ষা ব্যবস্থা । * প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। * নাজেরা ও হিফজ বিভাগ। * পৃথক বালক/বালিকা শাখা।

সরাসরি মৌখিক ও লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়। বয়স ও মেধার উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়।

শিশু শ্রেণীতে ভর্তি ফি ৫০০০/- ১ম শ্রেণী-৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি ফি ৭০০০/- নাজেরা ও হিফজ বিভাগে ভর্তি ফি ৯০০০/-

It depends on the location. Kindly contact with the school authority regarding this matter. Thank you. Research: Identify potential educational institutions that meet the individual's needs and goals. Application: Submit a completed application form to the chosen institution. Supporting Documents: Submit required documents, such as transcripts, test scores, and letters of recommendation. Application Fee: Pay the application fee, if required by the institution.

To know the answer to this question please contact the responsible person.