বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবেন?আজকাল মোবাইল বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু ছোট পদক্ষেপেই আপনি এই সমস্যা কমিয়ে আনতে পারেনঃ
বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবেন?আজকাল মোবাইল বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু ছোট পদক্ষেপেই আপনি এই সমস্যা কমিয়ে আনতে পারেনঃ

বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্তি কিভাবে কমাবেন?আজকাল মোবাইল বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু ছোট পদক্ষেপেই আপনি এই সমস্যা কমিয়ে আনতে পারেনঃ ১)সময় নির্ধারণ করে দিনঃ শুরুতে চাইলেই আপনি পুরোপুরিভাবে সন্তানের মোবাইল ফোনের নেশা কমিয়ে আনতে পারবেন না। তাই দিনে সর্বোচ্চ ১ ঘণ্টার বেশি মোবাইল ব্যবহারের অনুমতি দেবেন না। স্ক্রিন টাইম সেট করে রাখুন। ২)বিকল্প কাজ দিনঃ খেলাধুলা, বই পড়া, আঁকা বা ইসলামিক গান শেখার মতো শখ তৈরি করুন। এতে বাচ্চার অন্যদিকে আগ্রহ জন্মানোর কারনে মোবাইলের প্রতি মনোযোগ কিছুটা দুরিভূত হবে। ৩)নিজে উদাহরণ হোনঃ সন্তানের সামনে নিজে ফোন ব্যবহারে সচেতন হোন। প্রয়োজন ছাড়া অতিমাত্রায় ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। তারা বড়দের দেখেই শেখে। ৪)পরিবারের সাথে সময় কাটানঃ ছুটির দিনে সবাই মিলে কোন প্রকৃতি দেখতে বের হতে পারেন। প্রকৃতির নানাধরণের বিষয় সন্তানকে দেখিয়ে শেখাতে পারেন।এতে সন্তানের বাস্তব চিত্রের প্রতি আগ্রহ জন্মাবে এবং সে বিভিন্ন নতুন জিনিস জানার প্রতি আগ্রহ পাবে। ৫)গল্প বা ইতিহাস বিশ্লেষণ করুনঃ সপ্তাহে অন্তত একদিন হলেও সবাই মিলে একসাথে বসে কোন একটা গল্প বা ইতিহাস নিয়ে রুপকথায় চলে যেতে পারেন। এতে চারিদিকের বিভিন্ন প্রশ্ন বা অংশ সন্তানের মাথায় চিন্তা এবং তীক্ষ্ণ বুদ্ধির সঞ্চালন ঘটাবে। এতে সন্তান গল্প বা ইতিহাস জানার প্রতি আগ্রহ পাবে। মনে রাখবেনঃ আমার আপনার অল্প সময়ের অসতর্কতা সন্তানের ভবিষ্যৎ মুহুর্তেই নষ্ট করে দিতে পারে! তাই আসুন, সচেতন হয়ে ডিজিটাল ভারসাম্য রক্ষা করি এবং সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। All